১০ থেকে ২০ টাকা দরের শেয়ারের চাহিদা বেশি

নিজস্ব প্রতিবেদক: ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে পোর্টফোলিওতে ঘনঘন পরিবর্তন আনছেন বিনিয়োগকারীরা। তাদের চাহিদার তালিকায় কখনও বেশি দরের আবার কখনও থাকছে কম3দরের শেয়ার। সপ্তাহের শুরুতে বেশি দরের শেয়ার চাহিদা থাকলেও গতকাল কম দরের শেয়ারে আগ্রহ বেশি ছিল বিনিয়োগকারীদের।

বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, গতকাল ১০ থেকে ২০ টাকার দর রয়েছেÑএমন শেয়ারে বেশি আগ্রহ ছিল বিনিয়োগকারীদের। দিন শেষে প্রায় ৬০ শতাংশ বিনিয়োগকারীর আগ্রহ দেখা যায় এ ধরনের শেয়ারে। এর জেরে এ ধরনের শেয়ারদর গতকাল বেশি বাড়তে দেখা গেছে।

এদিকে গতকালও মোট লেনদেনে এগিয়ে ছিল বিমা খাত। দিন শেষে লেনদেনে এ খাতের অংশগ্রহণ দেখা যায় ৩৬ শতাংশের বেশি। পরের অবস্থানে থাকা ব্যাংক খাতের অবদান ছিল ২০ শতাংশ। এছাড়া বস্ত্র খাতও গতকালের লেনদেনে ভালো অবদান রাখতে সক্ষম হয়। দিন শেষে মোট লেনদেনে এ খাতের অবদান ছিল প্রায় ৯ শতাংশ।

অন্যদিকে গতকাল দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২৫ পয়েন্ট বেড়ে ছয় হাজার ১৯ পয়েন্টে অবস্থান করে। লেনদেন ছাড়িয়ে যায় দুই হাজার কোটি টাকার বেশি। দিন শেষে ডিএসইতে দুই হাজার ২৮৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়। এর মধ্য ব্লক মার্কেটের লেনদেন ছিল ১২২ কোটি টাকা। এ মার্কেটে গতকাল ৫৭টি কোম্পানি অংশ নেয়। কোম্পানিগুলোর ৪ কোটি ১৬ লাখ ৪০ হাজার ৮৬৬টি শেয়ার ১২২ বার হাতবদল হতে দেখা যায়।

প্রতিষ্ঠানগুলোর মধ্য সবচেয়ে বেশি অর্থাৎ ২৬ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ কোটি টাকার প্রিমিয়ার ব্যাংকের। তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ৭৯ লাখ ১৮ হাজার টাকার লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের।

এছাড়া এশিয়া ইন্স্যুরেন্সের ২ কোটি ৩২ লাখ ৮৬ হাজার টাকা, বেক্সিমকোর ৮ কোটি ১৪ লাখ ৯১ হাজার টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা, ঢাকা ব্যাংকের ৮ কোটি ৯৪ লাখ টাকা ও ইসলামী ব্যাংকের ৭ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

একইভাবে মার্কেন্টাইল ব্যাংকের ১ কোটি ৫০ লাখ টাকা, মুন্নু সিরামিকের ৫ লাখ ৪ হাজার টাকা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকা, এনসিসি ব্যাংকের ২ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা, পূবালী ব্যাংকের ৭ কোটি ২৫ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা ও স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩ কোটি ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।