Print Date & Time : 1 August 2025 Friday 3:31 am

১০ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ নভেম্বর (রোববার) সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। বাংলাদেশের আকাশে গতকাল মঙ্গলবার হিজরি ১৪৪১ সালের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৩০ অক্টোবর বুধবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। সে হিসেবে ১০ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি আনিছুর রহমান।

সভায় ১৪৪১ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। দেখা যায়, গতকাল ২৯ সফর ১৪৪১ হিজরি মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।

সভায় উপস্থিত ছিলেন ওয়াক্ফ প্রশাসক শহীদুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন) খলিলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম প্রমুখ।