১০ বছরেও নির্মাণ হয়নি সংযোগ সেতু

 

শেয়ার বিজ ডেস্ক: দীর্ঘ ১০ বছরেও নির্মাণ হয়নি রাঙামাটির পুলিশ লাইনস সংযোগ সেতু। তাই চরম দুর্ভোগে পোহাচ্ছে শিক্ষার্থীসহ শহরের ছয় হাজারেরও বেশি মানুষ। শুধু একটি সংযোগ সেতুর অভাবে প্রায় স্থবির হয়ে পড়েছে ওই এলাকার মানুষের জীবনযাত্রা। বারবার এ সেতুটি পূর্ণ নির্মাণের দাবি উঠলেও তা বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হয়নি। খবর পরিবর্তন ডটকম।

২০০৭ সালে রাঙামাটি পৌরসভার উদ্যোগে শহরের পুলিশ লাইনস ও তবলছড়ি এলাকার সংযোগ সেতু নির্মাণের কাজ শুরু হয়। তবে সংযোগ সেতুর দু’পাশে অর্ধনির্মাণের পর অদৃশ্য কারণে বন্ধ করে দেওয়া হয় এ কাজ। প্রকাশ পায় স্থানীয় ঠিকাদার ও ইজারাদারের মধ্যে দ্বন্দ্বের কারণসহ বিভিন্ন জটিলতার কথা। তবে বিষয়টি স্বীকার করতে নারাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অজুহাত দেখানো হয়, কাপ্তাই হ্রদের ড্রেজিং না হওয়ার কারণ।

রাঙামাটি পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে জানান, বিগত পৌরসভার দায়িত্বে এ সেতু নির্মাণকাজ শুরু করা হয়েছিল। কিন্তু অনেকটা অপরিকল্পিতভাবে কাজ করার কারণে এ কাজে অগ্রগতি হয়নি। তাই সেতুটি দীর্ঘ বছর ধরে অর্ধনির্মিত হয়ে পড়ে আছে। এতে সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি বেড়েছে। শিশুসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। অনেক অসুস্থ রোগীদেরও হাসপাতালে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি মাত্র খেয়া নৌকার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এ এলাকার মানুষ। এজন্য নদী পারাপারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় তাদের। পুলিশ লাইনস সেতুটি নির্মিত হলে রাঙামাটি শহরের সঙ্গে সরাসরি তবলছড়ি-বনরূপা-মাঝেরবস্তিসহ বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা যেমন সহজতর হবে, তেমনি মানুষের জীবনের মানোন্নয়ন হবে।

রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী জানান, বিগত পৌরসভার উদ্যোগে শহরের পুলিশ লাইনস সংযোগ সেতুর নির্মাণকাজ শুরু হলেও পরিকল্পনার অভাবে নির্মাণের আগেই হ্রদের পানিতে ডুবে যায় সেতুর পিলার। তাই সেতু নির্মাণকাজ বন্ধ করা হয়। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ফের সেতু নির্মাণে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী অর্থবছরের মধ্যে পুলিশ লাইনস এলাকার জন্য নতুন সংযোগ সেতু নির্মাণকাজ শুরু করা হবে।