Print Date & Time : 29 August 2025 Friday 12:58 am

১০ বেডের আনোয়ার হোসেন এইচডিইউ উদ্বোধন

ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে আলহাজ আনোয়ার হোসেন হাই ডিপেন্ডেন্সি ইউনিট উদ্বোধন করা হয়েছে। ৬৯ লাখ টাকারও বেশি ব্যয়ে বাংলাদেশ ফাইন্যান্সের অর্থায়নে ১০ বেডের এইচডিইউ ইউনিটটি উদ্বোধন করা হয়। গতকাল ঢাকার জনসন রোডে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে এইচডিইউ ইউনিট উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসেন মেহমুদ, গ্রুপ নির্বাহী পরিচালক হোসেন আখতার, আনোয়ার হোসেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহবুবুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি