Print Date & Time : 8 August 2025 Friday 1:13 am

১০ মাসে ৮৬৬ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে বিএফআইইউ

নিজস্ব প্রতিবেদক:অর্থ পাচার ও সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম ১০ মাসে তদন্তাধীন ৯টি মামলার বিপরীতে ৮৬৬ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। গতকাল রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিএফআইইউয়ের ‘বাংলাদেশে অর্থ পাচার ও সন্ত্রাসীকার্যে অর্থায়নে প্রতিরোধ কার্যক্রমের ২০ বছর’ শীর্ষক সেমিনারে উপস্থাপিত রিপোর্ট থেকে এ তথ্য পাওয়া গেছে।

আগের (২০২০-২১) অর্থবছরে সাতটি মামলার বিপরীতে জব্দকৃত টাকার পরিমাণ ছিল ৩৮ কোটি ৩৮ লাখ টাকা। গত পাঁচ বছরে ৬৩টি তদন্তাধীন মামলার বিপরীতে টাকা জব্দ করা হয়েছে এক হাজার ৩৩৩ কোটি টাকা।

সন্দেহজনক লেনদেনের অভিযোগ ও তথ্যের ভিত্তিতে বাংলাদেশ থেকে অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন রোধের প্রধান সংস্থা বিএফআইইউ। সংস্থাটির চলতি অর্থবছরের দশ মাসে বাজেয়াপ্তকৃত অর্থ সরকারের কোষাগারে জমা পড়েছে ২৭ কোটি টাকা। গত পাঁচ অর্থবছরের সরকারের কোষাগারে জমা পড়েছে এক হাজার ২৭৩ কোটি টাকা।