ক্রীড়া প্রতিবেদক : কভিড-১৯-এর কারণে গত ১০ মাস প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে ছিল বাংলাদেশ। তবে গতকাল সে আক্ষেপ ঘোচানোর উপলক্ষ নেপাল ম্যাচ দিয়ে পেয়েছিল লাল-সবুজ প্রতিনিধিরা। শেষ পর্যন্ত নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিলের নৈপুণ্যে প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়ে সেটা রাঙিয়েছে জেমি ডের শিষ্যরা।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে গতকাল শুক্রবার মুজিববর্ষ ফুটবল আন্তর্জাতিক সিরিজের প্রথম প্রীতি ম্যাচে দর্শকদের সামনে শুরু থেকে দুর্দান্ত খেলে বাংলাদেশ। সুফল পেতে তাই দলটির সময় লাগে মাত্র ১০ মিনিট। সে সময় সাদ উদ্দিনের পাস থেকে বল জালে জড়িয়ে সমর্থকদের আনন্দে ভাসান জীবন। এদিকে দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে লাল-সবুজদের দ্বিতীয় গোল এনে দেন মাহবুবুর রহমান সুফিল। শেষ পর্যন্ত তাদের নৈপুণ্যে ২-০ গোলের জয় নিয়ে লম্বা সময় পর মাঠের ফুটবলে ফেরাটা রাঙায় স্বাগতিকরা।
জাতীয় দলের হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও ফরোয়ার্ড সুমন রেজার। তাদের নিয়ে গতকাল ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। এ সুযোগে ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। সে সময় সাদ উদ্দিনের পাস থেকে বল জালে জড়িয়ে সমর্থকদের আনন্দে ভাসান জীবন।
পেছনে পড়ার পর নেপাল সমতায় ফেরার চেষ্টা করে। এ সুবাদে অতিথিরা টানা দুই কর্নার পায়। কিন্তু ভয় জাগাতে পারেনি বাংলাদেশি শিবিরে। আগামী মঙ্গলবার নেপালের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।