নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড স্বল্প সুদে ১৫ মিলিয়ন ইউএস ডলারের ঋণ পেয়েছে, যা বাংলাদেশি ১২৭ কোটি ২২ লাখ টাকা। আগামী পাঁচ বছরের জন্য এ ঋণ পেয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরও ২০ মিলিয়ন ইউএস ডলার ঋণ পেয়েছিল প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সুইজারল্যান্ডের আর্থিক প্রতিষ্ঠান ব্লু আর্কিড থেকে লংকাবাংলা ফাইন্যান্স ১৫ মিলিয়ন ইউএস ডলারের ঋণ পেয়েছে। সম্প্রতি এ খবর প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখার ম্যানেজারদের জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। গত অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৩ পয়সা। এ হিসেবে আয় বেড়েছে ২৮ পয়সা বা ২১৫ দশমিক ৩৮ শতাংশ।
প্রতিষ্ঠানটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৬ দশমিক ৮০ শতাংশ। এছাড়া পরিচালকদের কাছে ৩৩ দশমিক ৫৬, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৮১ ও বিদেশিদের কাছে রয়েছে শূন্য দশমিক ৮৩ শতাংশ শেয়ার। সর্বশেষ আর্থিক বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। গতকাল দিন শেষে এ কোম্পানির প্রতিটি শেয়ার ৩৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।