Print Date & Time : 4 September 2025 Thursday 6:44 am

১২ কেজি এলপিজির দাম বাড়ল ১৪৪ টাকা

নিজস্ব প্রতিবেদক: এলপিজির দাম বেড়েছে। ১২ কেজির সিলিন্ডারে ১৪৪ টাকা বাড়ানো হয়েছে। কেজি প্রতি এলপি গ্যাসের দর ১০৭.০১ টাকা হিসেবে ১২ কেজি নতুন দর নির্ধারণ করা হয়েছে ১২৮৪ টাকা। অটো গ্যাস প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৫৮.৮৭ টাকা।

নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। রাজধানীর কাওরান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গত আগস্ট মাসে ১২ কেজি এলপি গ্যাসের দর ছিল ১ হাজার ১৪০ টাকা। আর অটো গ্যাসের দাম ছিল প্রতি লিটার ৫২ দশমিক ১৭ টাকা।

সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান প্রমুখ।