Print Date & Time : 27 July 2025 Sunday 6:02 pm

১২ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি

প্রতিনিধি, লালমনিরহাট: পরিবেশ বান্ধব তিস্তা মহাপরিকল্পনা, অর্থনৈতিক অঞ্চল, অভ্যন্তরীণ বিমান যাতায়াত চালু সহ উত্তর অঞ্চলের উন্নয়ন বিষয়ক ১২ দফা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানিয়েছে লালমনিরহাটের একটি সামাজিক সংগঠন “অতিক্রম”।

এসব দাবি পূরণে পদক্ষেপ নিতে বুধবার (১২ ফেব্রুয়ারি)জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্বারকলীপি দেয় সংগঠনটি। লালমনিরহাট জেলা প্রশাসকের পক্ষে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি. আর. সারোয়ার গ্রহণ করেন। সংগঠনটির উপদেষ্টা কবি ও প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি সাংবাদিক আবদুর রব সুজন, আহবায়ক কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির, যুগ্ম আহবায়ক সাংবাদিক মাসুদ রানা রাশেদ সহ সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিক্রম এর আহবায়ক কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির বলেন, আমরা দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন করে আসছি।উত্তর অঞ্চলের মানুষের বৈষম্য কবে দূর হবে জানা নেই। এ অঞ্চলের মানুষ তাদের দুঃখ দূর করতে তিস্তা মহাপরিকল্পনাসহ ১২ দফা দাবির বাস্তবায়ন চায়।

স্বারকলীপি সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জি আর সারওয়ার বলেন,জেলা প্রশাসন স্বারকলীপি গ্রহণ করা হয়েছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধাম উপদেষ্টা স্যারের কাছে পাঠানো হবে।

উত্তর অঞ্চলের উন্নয়ন বিষয়ক ১২ দফার অন্য দাবিগুলো হলো- পরিবেশ বান্ধব তিস্তা মহাপরিকল্পনা, অর্থনৈতিক অঞ্চল, অভ্যন্তরীণ বিমান যাতায়াত চালু, রংপুর-লালমনিরহাট-বুড়িমারী ৪ লেন সড়ক, তিস্তা নদীর উপর ডুয়েল গেজ নতুন রেলসেতু, মোগলহাট শুল্ক স্থলবন্দর স্থাপন, মেডিকেল কলেজ, রেল সংক্রান্ত, বেকারদের সরকারিভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থা, আইটি পার্ক, ধরলা নদী শাসন, কৃষকদের জন্য সরকারি বাজার।