১২ দিন পর কিয়েভে ফের রুশ হামলা

শেয়ার বিজ ডেস্ক;রাশিয়া ফের কিয়েভে ড্রোন হামলা শুরু করেছে বলে দাবি করেছেন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা সের্হি পপকো। তিনি বলেছেন, ১২ দিনের বিরতির পর এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির সম্পর্কে এখনও ধারণা পাওয়া যায়নি। খবর: আল জাজিরা।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান কর্নেল জেনারেল সের্হি পপকো গতকাল রোববার ভোরে টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্টে বলেন, কিয়েভের ওপর আরেকটি আক্রমণ। এই মুহূর্তে সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য নেই।

স্থানীয় সময় রাত ২টার পর ইউক্রেনের রাজধানী এবং মধ্য ও পূর্ব ইউক্রেনীয় কিছু অঞ্চলে প্রায় এক ঘণ্টার জন্য বিমান হামলার সতর্কতা ছিল। এ সময় রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলগুলোয় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যা প্রায় এক ঘণ্টা ধরে চলে।

হামলার মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণে রাশিয়ার গোলাগুলিতে আরও বেসামরিক মানুষের হতাহতের খবর আসার এক দিন পর এই হামলাটি হয়।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে রাশিয়ার ড্রোনগুলো রুখে দিলেও সেগুলোর ধ্বংসাবশেষের আঘাতে তিনটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একজন আহত হন বলে জানিয়েছেন কিয়েভ অঞ্চলের সামরিক প্রধান রুসলান ক্রাভচেঙ্কো।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলে যে ধরনের শব্দ হয়, সে ধরনের শব্দ শুনতে পেয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে হামলাটি কত বড়, সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা।

এদিকে দনেস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, পূর্ব ফ্রন্ট-লাইনে গত শুক্র ও শনিবার রাতে কমপক্ষে তিনজন বেসামরিক মানুষ নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন বলেন, শুক্রবারের পাশাপাশি শনিবার রাতভর হামলায় এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

ইউক্রেনের উত্তর-পশ্চিমের নিরাপত্তা জোরদারে রিভনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দেশের শীর্ষ সামরিক কমান্ড এবং পারমাণবিক শক্তি-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।