সংবাদদাতা, ইসলামী বিশ্ববিদ্যালয়: ২০১৯-২০ অর্থবছরে ১৩৮ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত ২৩টি অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি প্রায় সাড়ে ৭০ কোটি টাকা। গত শনিবার বিকালে এই বাজেট উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও হিসাব শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) ছিদ্দিক উল্যা।
জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাবিকৃত ২২৩ কোটি ৪১ লাখ টাকার বিপরীতে কমিশন ১৩৮ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়। ২০১৯-২০ অর্থবছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাবিকৃত ২৪৭ কোটি ৫৪ লাখ টাকার বিপরীতে কমিশন ১৩৭ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।