প্রতিনিধি, দিনাজপুর: দুর্ঘটনার প্রায় সাড়ে ১৩ ঘণ্টা পর পার্বতীপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোর ৪টায় দুর্ঘটনার পর বন্ধ থাকে ট্রেন চলাচল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুরের পার্বতীপুরের যশাই লেভেল ক্রসিংয়ে দোলনচাঁপা এক্সপ্রেস নামক এমটি (খালি বা ফাঁকা) ট্রেনটি রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি বালিবোঝাই ডাম্প ট্রাককে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের বগি ছিটকে গিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায় এবং ব্যাপক ক্ষতি হয়, যার আনুমানিক ক্ষতির পরিমাণ ৫ কোটি টাকারও বেশি।
রেলওয়ের নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ সরদার রফিকুল ইসলাম জানান, পার্বতীপুরে ওয়াশ হয়ে দিনাজপুর যাওয়ার সময় ভোর ৪টায় লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বালিভর্তি ডাম্প ট্রাকের (যার নম্বর ঢাকা মেট্রো-ট-২০-৪১৩৭) সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। এতে লোকো ও রেক খুবই খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটি এমটি থাকার কারণে কেউ নিহত হননি, তবে গার্ড সাইফুল ইসলাম, ড্রাইভার আব্দুর রশিদ, সহকারী ড্রাইভার ইউনুস আলী, নিরাপত্তা বাহিনীর নায়েক আব্রাউল হক, সিপাই আসাদুজ্জামান আসাদ মানিক ও আব্দুল্লাহ আল মোকারম বকুল আহত হয়েছেন। গুরুতর আহত ট্রেনচালক আব্দুর রশিদ ও সহকারী চালক ইউনুস আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার পর লোকো রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম চালায়। এতে প্রায় সাড়ে ১৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এসময় পার্বতীপুর-পঞ্চগড় মেইন লাইন ট্রেন চলাচল বন্ধ হওয়ায় উভয় পার্শ্বে ঢাকা-দিনাজপুর দ্রুতযান ট্রেন, কাঞ্চন এক্সপ্রেস, কমিউটার ট্রেনসহ ছয়টি ট্রেন আটকে পড়েছে। এতে যাত্রীরা বিড়ম্বনার শিকার হয়েছেন।
দিনাজপুর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটির বুধবার সাপ্তাহিক ছুটি ছিল। তাই ভোরে ট্রেনটি ধোয়া-মোছার জন্য দিনাজপুর থেকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। একই সময় যশাই রেলক্রসিংয়ে একটি বালিবোঝাই ডাম্প ট্রাক বিকল হয়ে পড়ে।
ঘন কুয়াশা থাকায় ট্রেনটি জোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনের পেছনে থাকা পাঁচটি বগি পার্শ্ববর্তী ক্ষেতে উল্টে পড়ে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগড়মুখী ট্রেন চলাচল বন্ধ থাকে।