নিজস্ব প্রতিবেদক: ১৫তম বিসিএস ফোরামের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলাকে সভাপতি, এসপিবিএন’র ডিআইজি মো. আলী হোসেন ফকিরকে মহাসচিব ও এনবিআর সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীকে কোষাধ্যক্ষ করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) ১৫তম বিসিএস ফোরামের ৩০ বছর পূর্তি উপলক্ষে পঞ্চম বার্ষিক সাধারণ সভা ও পিকনিক নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার সাবওয়ানগর রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২৬ বর্ষের ১৫তম বিসিএস ফোরামের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির গঠন করা হয়। কমিটির ৫ সহ-সভাপতি হলেন- মো. আবুল খায়ের (গণপূর্ত), ডা. নাজমুল হোসেন (স্বাস্থ্য, ড. নাজমুল করিম খান (পুলিশ), মো. আফজালুর রহমান (প্রশাসন) ও মো. খুরশিদ পাটোয়ারী (অডিট)। তিন যুগ্ম মহাসচিব হলেন-সরকার নুরুল আমিন (পুলিশ), মো. ওবায়েদুর রহমান (প্রশাসন) ও আহসান হাবীব (কর)। অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম (প্রশাসন), দপ্তর ও প্রচার সম্পাদক এ এস এম হুমায়ুন কবীর (প্রশাসন), সহ-দপ্তর ও প্রচার সম্পাদক মো. আব্দুল হক (তথ্য), সাংস্কৃতিক সম্পাদক ব্যারিস্টার গোলাম সারোয়ার ভূঁইয়া (প্রশাসন), খেলাধুলা সম্পাদক কানিজ মওলা (প্রশাসন), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মীর মেহবুবুর রহমান (গণপূর্ত), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. শামীমুর রহমান (কর), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বিবেকানন্দ হালদার (স্বাস্থ্য)।
সংগঠনের ক্যাডার প্রতিনিধিরা হলেন-প্রশাসন একে এম তারিকুল আলম, নিরীক্ষা ও হিসাব মো. আমিরুল ইসলাম, কৃষি মো. আবুল বাশার, পররাষ্ট্র মো. নজরুল ইসলাম, কর কাজী লতিফুর রহমান, শুল্ক ও আবগারি মো. মোয়াজ্জেম হোসেন, ডাক এস এম হারুনুর রশিদ, সমবায় নাজমা শেখ, খাদ্য প্রণব কুমার সাহা, আনসার এস এম লাবলুর রহমান, গণপূর্ত আশ্রাফুল হক, স্বাস্থ্য ডা. খায়ের আহমেদ চৌধুরী, শিক্ষা আতাউর রহমান, তথ্য মো. জুলফিকার রহমান কোরাইশী ও অর্থনীতি মো. আজিজ তাহের খান। দিনব্যাপী প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু করে র্যা ফেল ড্র, সাঁতার কাঁটা, নৌকা ভ্রমণ এবং বিভিন্ন ধরনের বিনোদনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।