১৫ দিনে হাসপাতালে ১০০ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩ জন ঢাকায় ও ঢাকার বাইরে ২ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০০ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তেরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৫ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকাতেই আছে ২৪ জন আর বাকি ১১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৫ জন।

গত বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আক্রান্ত হওয়ার সংখ্যাও কম ছিল। মূলত জুন মাস থেকেই প্রকোপ বাড়তে থাকে। আর জুলাই থেকে ডিসেম্বর এ ছয় মাস দাপট দেখিয়েছিল ডেঙ্গু।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত বছরের জানুয়ারি মাসে ৩২ জন, ফেব্রুয়ারি মাসে ৯ জন, মার্চ মাসে ১৩ জন, এপ্রিল মাসে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুন মাসে ২৭২ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বর মাসে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন ও ডিসেম্বরে ১ হাজার ২০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

গত বছরের জুলাই মাসে ১২ জনের মৃত্যু হয়। আগস্টে মারা যান ৩৪ জন। সেপ্টেম্বরে ২৩ জন। অক্টোবরে ২২ জন। নভেম্বরে ৭ জন। ডিসেম্বরে ৭ জন মারা যান।