Print Date & Time : 10 September 2025 Wednesday 7:25 pm

১৫ নভেম্বর থেকে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য নেয়া অফিসের সময়সূচিতে আরেক দফায় পরিবর্তন আনল সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এখন এসব অফিস চলছে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অফিসের সময়সূচিতে এ পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেহেতু শীত চলে আসছে, তাই ১৫ নভেম্বর থেকে অফিসের সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা করা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ব্যাংকের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আদালতের বিষয়ে উচ্চ আদালত সিদ্ধান্ত নেবেন।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৪ আগস্ট থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলছে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তখন থেকে ব্যাংকের সময়সূচিতেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। স্বাভাবিক সময়ে অফিস চলত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।