Print Date & Time : 29 August 2025 Friday 1:22 am

১৫ মিনিটে ২ কোম্পানি হল্টেড

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) লেনদেনের ১৫ মিনিটের মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারের। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, আজ সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত ইউনিয়ন ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৬২ লাখ ৬ হাজার ৩২৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

অন্যদিকে, একই সময়ে বিডি থাই ফুডের স্ক্রিনে ৩৩ লাখ ৭৪ হাজার ৩৩৯টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।