Print Date & Time : 9 July 2025 Wednesday 11:45 pm

১৭ কোম্পানিকে শোকজ

নিজস্ব প্রতিবেদক :‘জাতীয় বিমা দিবস, ২০২৩’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত না হওয়ায় ১৭ বিমা কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গতকাল সোমবার আইডিআরএ থেকে কোম্পানিগুলোকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। এর মধ্যে ১০টি জীবন বিমা ও সাতটি সাধারণ বিমা কোম্পানি রয়েছে। কোম্পানিগুলোকে পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, ‘জাতীয় বিমা দিবস, ২০২৩’ যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আপনার অংশগ্রহণের নির্দেশনা থাকলেও আপনি সভায় অংশগ্রহণ করেননি, যা মোটেও কাম্য নয়।’

১০ জীবন বিমা কোম্পানির মধ্যে রয়েছেÑবায়রা লাইফ, বেস্ট লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, গার্ডিয়ান লাইফ, মেঘনা লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রগ্রেসিভ লাইফ, সানলাইফ ও এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স।

এছাড়া সাধারণ বিমা কোম্পানিগুলো হলোÑঢাকা ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল, মেঘনা ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স ও প্রভাতী ইন্স্যুরেন্স।