১৭.৫০% নগদ লভ্যাংশ দেবে প্রাইম ব্যাংক লিমিটেড

প্রাইম ব্যাংক লিমিটেড ২০২২ সালের বার্ষিক হিসাবের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার বিকালে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রাইম ব্যাংকের ২৮তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়। বার্ষিক সাধারণ সভায় প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যাংকের শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালক, নিরীক্ষক, পর্যবেক্ষক এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি