নিজস্ব প্রতিবেদক: চলতি বছর আগস্ট মাসে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গত ১৯ বছরে নথিভুক্ত সব ডেঙ্গু রোগীর মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানাচ্ছে, চলতি বছর এ পর্যন্ত মোট ৬৯ হাজার ৪৩৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে আগস্টেই ভর্তি হয়েছেন ৫০ হাজার ৯৭৪ জন। আর ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ৫০ হাজার ১৪৮ জনের ডেঙ্গুর চিকিৎসা নেওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে সরকারের খাতায়।
সরকারি হিসেবে চলতি বছর এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে ১৮৮৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুলাই মাসে তা এক লাফে ১৬ হাজার ২৫৩ জনে পৌঁছায়। আর আগস্টে রোগীর সংখ্যা বেড়েছে জুলাইয়ের তিনগুণের বেশি। গত এক মাসের মধ্যে ৭ আগস্ট সর্বোচ্চ দুই হাজার ৪২৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডেঙ্গুজ্বর নিয়ে। ২১ আগস্টের পর থেকে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। আর গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এক হাজার ২৫ জন ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা গত এক মাসের মধ্যে সবচেয়ে কম। নতুন ভর্তি এ রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৬৫ এবং ঢাকার বাইরে ৫৬০ জন রয়েছেন।
গতকাল দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন চার হাজার ৬৯৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৬১০ জন এবং রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৮৭ জন ভর্তি আছেন। ডেঙ্গুজ্বরে চলতি বছরে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর সরকারের স্বাস্থ্য অধিদফতর তাদের ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়া শেষ করে নিশ্চিত করেছে। তবে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে বিভিন্ন সময় অন্তত ১৯০ জনের মৃত্যুর পাওয়া গেছে।
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বলছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত যারা ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ৯৩ শতাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনিই কমছে। গত বৃহস্পতিবার হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল পাঁচ হাজার ৩০ জন। তার আগে বুধবার পাঁচ হাজার ২২২, মঙ্গলবার পাঁচ হাজার ৩২২, সোমবার পাঁচ হাজার ৫৬২, রোববার পাঁচ হাজার ৯৪০ এবং শনিবার ছয় হাজার ২৮৯ জন ভর্তি ছিলেন হাসপাতালে।

Print Date & Time : 2 August 2025 Saturday 4:29 pm
১৯ বছরের চেয়ে এক মাসেই বেশি ডেঙ্গু রোগী
দিনের খবর,প্রথম পাতা ♦ প্রকাশ: