নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৯ ব্যাংকের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন চূড়ান্ত না হওয়ায় বোর্ড সভা স্থগিত করা হয়েছে।
এর আগে ব্যাংকগুলো গত ৩০ এপ্রিল বোর্ড সভার তারিখ ঘোষণা করেছিল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকগুলো বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানাবে।
ব্যাংকগুলো হচ্ছে- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ওয়ান ব্যাংক, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক, সাউথবাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক, এবি ব্যাংক পিএলসি।
এর মধ্যে এক্সিম ব্যাংক, রূপালী ব্যাংকের বোর্ড সভার সময় ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।