Print Date & Time : 10 August 2025 Sunday 7:08 pm

 ‘২০১৭ আমার জন্য ভালো বছর ছিল’

ক্রীড়া প্রতিবেদক : তিন ফরম্যাট মিলিয়ে গত বছরটা দুর্দান্তই কেটেছে তামিম ইকবালের। ২৪ ম্যাচে ব্যাট করেছেন ৩১ ইনিংস। রান করেছেন ৪১.৩৩ গড়ে ১২৩১। যেখানে রয়েছে দুটি সেঞ্চুরির সঙ্গে ৯টি হাফ সেঞ্চুরি। তাইতো নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট ড্যাশিং এ ওপেনার। তবে ভালো করার আরও সুযোগ দেখছেন তিনি। ‘২০১৭ সালটা আমার জন্য ভালো বছর ছিল। বিশেষ করে ওয়ানডেতে। চেষ্টা থাকবে এটাকে আরও দীর্ঘ করার। সামনের সিরিজগুলোয়ও একই মানসকিতা ও আত্মনিবেদন নিয়ে চেষ্টা করব আরও ভালো করতে।’

গল বছর মুশফিকুর রহিম সর্বোচ্চ ১২৬২, সাকিব আল হাসান তৃতীয় সর্বোচ্চ ১২১৫ রান করেছিলেন। তারপরও পুরো দলের পারফরম্যান্সে খুশি নন তামিম। গতকাল মিরপুর একাডেমিতে এ প্রসঙ্গ উঠতেই কিছুটা আক্ষেপ ঝরল তার কণ্ঠেÑ‘গত বছর আমাদের সফলতা একটু ছিল। তবে আরও ভালো করতে পারতাম। শ্রীলঙ্কায় আমরা সিরিজ ড্র করেছি। সেটি জিততেও পারতাম। ছোট ছোট ভুল ছিল, ভালো কিছু ফলও ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানো, ত্রিদেশীয় সিরিজেও (আয়ারল্যান্ডে) নিউজিল্যান্ডকে হারানো। শ্রীলঙ্কা সফরটা সব মিলিয়ে ভালোই ছিল; ইতিবাচক ছিল।’

গত বছর কি হয়েছে সেগুলো আপাতত ভাবতে চাইছেন না তামিম। বরং নতুন বছরে আগের চেয়ে আরও ভালো কিছু করতে চান তিনি। দেশকে বেশি বেশি ম্যাচ জেতানোর জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন বাঁহাতি এ ওপেনার ‘গত বছরের চেয়ে নতুন বছরে ভালো ক্রিকেট খেলার আশা ও প্রত্যাশা থাকবে। আমার জন্য দোয়া করবেন, যাতে নতুন বছরে আরও সফল হই এবং বাংলাদেশকে যাতে আরও বেশি ম্যাচ জেতাতে পারি।’