Print Date & Time : 11 September 2025 Thursday 3:58 pm

২০২১ সালে সাড়ে ৪ হাজার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: আইওএম

শেয়ার বিজ ডেস্ক: চলতি বছর বিশ্বজুড়ে রেকর্ডসংখ্যক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (আইওএম) জানিয়েছে, এ বছর চার হাজার ৪৭০ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের পরিসংখ্যান ছাড়িয়ে গেছে। কভিড মহামারির মধ্যে মানুষের চলাফেরায় সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এত মানুষের প্রাণহানি হয়েছে বলে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

শরণার্থী সংস্থাটির গ্লোবাল মাইগ্রেশন ডেটা অ্যানালাইসিস সেন্টারের পরিচালক ফ্রাঙ্ক ল্যাজকো এক বিবৃতিতে বলেছেন, নিখোঁজ অভিবাসী প্রকল্পের আওতায় এখনও প্রতিদিন মৃতের তালিকা করা হচ্ছে।

সংস্থা বলেছে, গত বছরের চেয়ে এ বছর মৃত্যুর হার বেড়েছে। ২০২০ সালে চার হাজার ২৩৬ অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত মারা গেছেন ৪৫ হাজার ৪০০ জন। গত বৃহস্পতিবার মেক্সিকোয় ট্রাক দুর্ঘটনায় ৫৪ অভিবাসনপ্রত্যাশী মারা যান। ২০১৪ সালের পর একে দেশটির বড় দুর্ঘটনা হিসেবে অ্যাখ্যা দেয়া হয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, চলতি বছর উত্তর ও দক্ষিণ আমেরিকাজুড়ে এক হাজার ১২১ জনের মৃত্যু হয়েছে, যা গত বছর থেকে বেশি। এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গ্রিস-তুরস্কের সীমান্তে এ পর্যন্ত ৪১ জন নিহত হয়েছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের সীমান্তে অনেক অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। বছর শেষ হওয়ার আগে এ পরিসংখ্যান আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।