২০২৩ সালের প্রথম ৯ মাস শেষে শক্তিশালী ব্যালেন্স শিট প্রবৃদ্ধির ফলে ব্র্যাক ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা ৫৩ দশমিক এক শতাংশ বেড়েছে। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির অঙ্গপ্রতিষ্ঠানসহ সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৫৮১ কোটি চার লাখ টাকা। ২০২২ সালের একই সময়ে এটির পরিমাণ ছিল ৩৭৯ কোটি আট লাখ টাকা। সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক ২০২৩ সালের প্রথম ৯ মাসের আার্থিক অর্জন উপস্থাপন করে। অনুষ্ঠানে ব্যাংকের এমডি সেলিম রেজা ফরহাদ হোসেন এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকের আর্থিক ফলাফল, উল্লেখযোগ্য অর্জন, অগ্রগামী অবস্থান ও ভবিষ্যতের ব্যবসায়িক কৌশল তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 15 September 2025 Monday 2:31 am
২০২৩ সালের প্রথম ৯ মাসে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জন
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: