Print Date & Time : 4 August 2025 Monday 3:49 am

২০২৭ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত

শেয়ার বিজ ডেস্ক: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। ফ্রান্সে প্রবাসীদের সঙ্গে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। খবর: ইকোনমিক টাইমস।

গোয়েল বলেন, এখন আমরা বিশ্বে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। কিন্তু ২০২৭-২০২৮ অর্থবছরের মধ্যে আমরা তৃতীয় বড় অর্থনীতির দেশ হবো।

বর্তমানে ভারতের অর্থনীতি তিন দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের। ২০৪৭ সালের মধ্যে এ অর্থনীতি দাঁড়াবে ৩০ থেকে ৩৫ ট্রিলিয়ন ডলারে। ২০২২ সালে ভারতের রপ্তানি ছিল ৬৭৬ বিলিয়ন (৬৭ হাজার ৬০০ কোটি) ডলারের।

একই বছর যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে উঠে আসে ভারত।

২০১৪ সালে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতা গ্রহণ করেন। তখন ভারত বিশ্বের ১০তম অর্থনীতির দেশে পরিণত হয়। পরবর্তী সাত বছরে দেশটির অর্থনীতি ৪০ শতাংশ বেড়েছে।

তবে এ সময় ভারতের চেয়ে ভালো করেছে চীন। কারণ একই সময় চীনের অর্থনীতি সম্প্রসারিত হয়েছে ৫৩ শতাংশ।