Print Date & Time : 7 July 2025 Monday 4:12 pm

২০৩০ সালে ছয়টি এমআরটি লাইন দৃশ্যমান করব : কাদের

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে বাংলাদেশকে আমরা উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে নিচ্ছি। পরিবহন, যোগাযোগসহ বিভিন্ন খাতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, এমআরটি লাইন-৬-এর উদ্বোধন খুব বেশি দূরে নয়। আগামী ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। আমরা আশাকরি আগামী বছর ডিসেম্বর পুরো লাইন চালু হবে। এছাড়া আগামী ২০৩০ সালের মধ্যে মেট্রোরেলের ৬টি লাইনই চালু করা হবে।

আজ রবিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল-১ (এমআরটি লাইন-১)-এর নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

কাদের বলেন, আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়া। এ জন্য প্রয়োজন স্মার্ট পরিবহন। পৃথিবী এগিয়ে চলছে, আমরা পিছিয়ে থাকতে পারি না। আমরা আজকের বাংলাদেশকে উত্তরাত্তোর পরিবহন খাতে, যোগাযোগ খাতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি।

সেতুমন্ত্রী বলেন, জাপান আমাদের উন্নয়নের অংশীদার। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় জাইকার যে ফান্ডিং সেটি আধুনিক বিশ্বের সঙ্গে সমানতালে এগিয়ে চলার একটি গোল্ডেন অপরচ্যুনিটি (সুযোগ) করে দিয়েছে। সেজন্য জাইকাকে ধন্যবাদ জানাই।