২০ বছরের মধ্যে ইউরোর সর্বোচ্চ দরপতন

শেয়ার বিজ ডেস্ক: গত ২০ বছরের মধ্যে ডলারের বিপরীতে ইউরোর সর্বোচ্চ দরপতন হয়েছে। গতকাল বৃহস্পতিবার তীব্র জ্বালানি সংকটের পাশাপাশি ইউরোর অবিশ্বাস্য দরপতন হয়েছে। খবর: ব্ল–মবার্গ।

ইউরোর এই দরপতন ইউরোপের অর্থনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, মহাদেশের অর্থনীতির ওপর বড় আকারের প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে এ পতন। গতকাল ইউরোর বিনিময় মূল্য দাঁড়ায় ১ দশমিক ০১৮৪৫ ডলারে। এর আগের দিন গত বুধবার এটি ১ দশমিক ০২-এ নেমেছিল। সর্বশেষ ইউরোর দরপতন এ পর্যায়ে যায় ২০০২ সালে। ইউরোর দরপতনে ডলার সূচক অভাবনীয় হারে বেড়েছে।

৬টি মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় মূল্য বিবেচনায় এই সূচক নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে ইউরোর পাশাপাশি জাপানের ইয়েন, যুক্তরাজ্যের পাউন্ড স্টার্লিং, কানাডার ডলার, সুইডিশ ক্রোনা ও সুইস ফ্রাঁকে বিবেচনায় নেয়া হয়। এই সূচক ২০ বছরের মধ্যে সর্বোচ্চ ১০৭ দশমিক ২৭-এ পৌঁছায়। দিনশেষে এটি ১০৭ দশমিক ০৩-এ এসে স্থিতিশীল হয়।

জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ জানান, রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমানোর জন্য দেশটিকে শিগগির টেকসই জ্বালানির দিকে আগাতে হবে। ইউক্রেনের যুদ্ধে ফায়দা পেতে রাশিয়া জ্বালানিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মনে করেন শুলজ।

চলতি বছর ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ২০১১ সালের পর প্রথমবারের মতো ঋণের খরচ (ঋণদাতাকে প্রদেয় সুদের হার) বাড়ানোর পরিকল্পনা করছে। এ পরিস্থিতিতে ডলারের বিপরীতে ইয়েনের মূল্য গত মাসের শেষের দিকে ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। প্রতি ডলারের বিপরীতে ১৩৭ ইয়েন পাওয়া যাচ্ছিল সে সময়। তবে গতকাল এ হার কমে ১৩৫ দশমিক ৭৯ ইয়েনে পৌঁছায়। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভা ও ক্ষমতাসীন রক্ষণশীল দলে বিদ্রোহ দেখা দেয়ায় এক রাতের মধ্যে পাউন্ড স্টার্লিংয়ের দাম গত ২ বছরের মধ্যে সর্বনি¤œ পর্যায়ে নেমে আসে।