২০ রোজার মধ্যেই মজুরি বোনাসের দাবি গার্মেন্ট শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক: ২০ রোজার মধ্যেই ১৬ হাজার টাকা মজুরি ও বেসিকের সমান বোনাসের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিকরা। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান শ্রমিক নেতারা।
আয়োজক সংগঠনের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মঞ্জুর মঈন, সাদেকুর রহমান শামীম, ইকবাল হোসেন ও জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।
মন্টু ঘোষ বলেন, মজুরি বোর্ডের কার্যক্রম ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে। অথচ এটি ছয় মাসের মধে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। মজুরি বোর্ডে মালিক পক্ষের প্রতিনিধির সদিচ্ছার অভাবে শুধু একটি সভা হয়েছে। গত ২৫ এপ্রিল দ্বিতীয় সভা করার কথা থাকলেও তা করা হয়নি। ইচ্ছাকৃতভাবে মজুরি বোর্ডের কার্যক্রম বিলম্বিত করার জন্যই এমন ষড়যন্ত্র হচ্ছে। অবিলম্বে এটি বন্ধ করে ন্যূনতম ১৬ হাজার টাকা মজুরি নির্ধারণ করতে হবে। অন্যথায় বিহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
একই সঙ্গে আগামী ২০ রোজার মধ্যেই মজুরি এবং বেসিকের সমান বোনাস পরিশোধ করার দাবিও জানান মন্টু ঘোষ।
বক্তারা বলেন, শুধু বেতন-বোনাস নয়, বন্ধ কারখানা খুলে দিতে হবে। যেসব কারখানা শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেনি তাদের ঈদের আগেই সেগুলোও পরিশোধ করতে হবে।
সমাবেশে শ্রমিকরা রামপুরার আশিয়ানা গার্মেন্ট কারখানাসহ বন্ধ অন্যান্য কারখানা খুলে দেওয়ার জোর দাবি জানান।