নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ অক্টোবর বর্তমান দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এটিই বর্তমান সরকারের শেষ অধিবেশন। ওইদিন বিকাল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। এর আগে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে শুরু হতে যাওয়া অধিবেশনের সময়সূচি নির্ধারিত হবে। গতকাল বিকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন আহ্বান সংক্রান্ত নোটিস সংসদ সচিবালয়ে পৌঁছায়।
এবারের অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ২৩তম অধিবেশন তিন কার্যদিবস চলতে পারে। এ অধিবেশন সর্বোচ্চ এক সপ্তাহের বেশি চলার কথা নয়। আগামী ২৮ অক্টোবরের পর বর্তমান সরকারের মন্ত্রিসভা ছোট করার কথা শোনা যাচ্ছে। আর এ অধিবেশনের পর জরুরি কোনো অবস্থার সৃষ্টি না হলে নতুন সরকার গঠনের আগে আর কোনো অধিবেশন বসবে না। তবে রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় অধিবেশন আহ্বান করতে পারেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর ২২তম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
গত ২২ সেপ্টেম্বর শেষ হয় এ সংসদের ২২তম অধিবেশন। ওই অধিবেশন শুরুর দিনই কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের পরবর্তী অধিবেশনের সূচি ঠিক করা হয়। নিয়ম অনুযায়ী, অধিবেশন শুরুর আগে কার্য-উপদেষ্টা কমিটি বৈঠক করে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করবে।
বর্তমান সরকারের মেয়াদ ২০১৯ সালের ২৮ জানুয়ারি শেষ হবে। ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সে হিসেবে জরুরি কোনো প্রয়োজন না পড়লে আগামী সংসদ অধিবেশনই চলতি সংসদের শেষ অধিবেশন হতে পারে।
আগের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করেছেন সংসদ সদস্যরা। বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল, সড়ক পরিবহন বিল এবং কওমি সনদকে স্বীকৃতি দেওয়ার বিলসহ মোট ১৮টি বিল পাস হয়েছে।
এদিকে ২৩তম অধিবেশনে উত্থাপনের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিলের বিষয়ে আলোচনা নেই। তবে একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে চাইলে তা গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের বিল এ অধিবেশনেই উত্থাপন করতে হবে। ইভিএম যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
