নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়ের উচ্চ আদালতের শুনানী অচিরেই শুরু হবে। প্রয়াত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে একথা জানান তিনি।
আজ মঙ্গলবার সকাল ৯টায় দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিচারিক আদালতে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়ের পর উচ্চ আদালতে শুনানীর অপেক্ষায় রয়েছে। অচিরেই সেই শুনানী শুরু হবে।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে তিনদিন মৃত্যুর সাথে লড়ে মারা যান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান।