২১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের আওতাধীন ইস্টার্ন টিউবস লিমিটেডের ‘এলইডিলাইট (সিকেডি) অ্যাসেম্বলিং প্লান্ট ইন ইটিএল’ শীর্ষক প্রকল্প উদ্বোধন করবেন। এ লক্ষ্যে গত শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ইস্টার্ন টিউবসের অফিস কাম কারখানা ভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পসচিব জাকিয়া সুলতানা এবং সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁঞা। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিএসইসির পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
