Print Date & Time : 26 August 2025 Tuesday 4:15 pm

‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’, বক্তব্যের প্রমাণ মিলেছে

শেয়ার বিজ ডেস্ক : ২২৬টি মামলা হয়েছে, ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ বুধবার (৩০ এপ্রিল) ট্রাইব্যুনালের বিচারকাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন ট্রাইব্যুনাল।

এদিন জুলাই আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যার ঘটনায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া স্বামীর অসুস্থতায় প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদনের শুনানি হয়। পরে আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেন ট্রাইব্যুনাল।