২২ কোটি টাকার শেয়ার কিনলেন এনসিসি ব্যাংকের পরিচালক

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিরবাজারে ধারাবাহিক দরপতন চলছে এবং বিনিয়োগকারীরা চরম আস্থাহীনতায় ভুগছেন, ঠিক এই সময়ে একটি অত্যন্ত ইতিবাচক খবর নিয়ে এসেছে এনসিসি ব্যাংক।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং উদ্যোক্তা পরিচালক নুরুন নেওয়াজ ব্যাংকটির ২ কোটি ১৭ লাখ ৮ হাজার শেয়ার কিনেছেন।

গত ৬ মে তিনি এই শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন, যা এমন একটি অস্থির সময়ে বাজারে আশার নতুন আলো দেখাচ্ছে।

ব্যাংকটির শেয়ার কেনার ঘোষণা এমন এক সময় আসলো যখন এনসিসি ব্যাংকের শেয়ার গত এক মাসে ১১ টাকা থেকে ৯ টাকা ৭০ পয়সার মধ্যে লেনদেন হচ্ছিল, যেখানে গড় দাম ছিল ১০ টাকার উপরে।

সেই হিসাবে ঘোষিত এই বিপুল সংখ্যক শেয়ারের মোট মূল্য ২২ কোটি টাকারও বেশি দাঁড়িয়েছে। এই বিশাল অঙ্কের বিনিয়োগ প্রমাণ করে, ব্যাংকটির উচ্চপদস্থ ব্যক্তিরা কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী।