Print Date & Time : 7 September 2025 Sunday 6:20 pm

২৩তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল শাহ্জালাল ব্যাংক

সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য ২৩তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে সার্বিকভাবে সবার সেরা হিসেবে বিজয়ী হয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। প্রাইভেট সেক্টর ব্যাংকস ক্যাটেগরিতে ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো প্রথম স্থান, করপোরেট গভর্ন্যান্স ডিসক্লোজার ক্যাটেগরিতে দ্বিতীয় স্থান এবং ইন্টিগ্রেটেড রিপোর্ট ক্যাটেগরিতে তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে সবার সেরা প্রতিষ্ঠান হিসেবে এই স্বীকৃতি অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক। গত সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। বিজ্ঞপ্তি