Print Date & Time : 31 August 2025 Sunday 12:39 am

২৩তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল মার্কেন্টাইল ব্যাংক

২৩তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। ২০২২ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য বেসরকারি ব্যাংকিং ক্যাটেগরিতে ব্যাংকটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে আইসিএবি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মার্কেন্টাইল ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পালের হাতে এ পুরস্কার স্মারক তুলে দেন। ব্যাংকের ভিপি মো. মুকিতুল কবীর এবং এফভিপি উজ্জল কান্তি দেসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইসিএবি সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। বিজ্ঞপ্তি