ব্যাংক এশিয়া লিমিটেডের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৬ নভেম্বর ২০২২ রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ব্যাংক এশিয়া এই রক্তদান কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব জনাব শফিকুল আযম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শাফিউজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা জনাব মোঃ সাজ্জাদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমগীর হোসেন এবং উর্ধ্বতন নির্বাহীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনব্যাপী রক্তদান কর্মসূচিতে ব্যাংকের কর্পোরেট অফিস ও বিভিন্ন শাখা থেকে ব্যাংক এশিয়া পরিবারের প্রায় ১০০ জন সদস্য আর্ত মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান করেন।
