শেয়ার বিজ ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আবারও জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদ আদালত। সোমবার জেলা ও দায়রা আদালত অতিরিক্ত দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে হুমকির অভিযোগে একটি মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
ইসলামাবাদের ওই আদালত ২৪ ঘণ্টার মধ্যে ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ দেন পুলিশকে। খবর জিও টিভির।
এর আগে আদালতের নির্দেশ মেনে হাজিরা না দেওয়ায় তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পরে তা বাতিল করা হয়।
এ ঘটনায় একাধিকবার পরোয়ানা জারি করে আবার তা বাতিল করার ঘটনা ঘটেছে। এবার বিচারককে হুমকি দেওয়ার মামলায় পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো।