শেয়ার বিজ প্রতিনিধি, যশোর: ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ২৪ ঘণ্টার মধ্যে দেশের সব মহাসড়ক সংস্কারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার যশোর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে খুলনা ও ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন।
সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, স্বপন ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রুহুল আমিন প্রমুখ।