Print Date & Time : 23 July 2025 Wednesday 10:34 am

২৪ ঘণ্টায় আরও চার ডেঙ্গু রোগী ভর্তি

প্রতিনিধি, শেরপুর: শেরপুর জেলা হাসপাতালে গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও চার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় ২১ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১১ জন। নতুন শনাক্ত হওয়া চারজন হলেন সুমন মিয়া, তানজিম ইসলাম, সুলায়মান আহমেদ ও রাসেল মিয়া। তারা সবাই ঢাকা থেকে বাড়ি আসার পর জ্বরে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে ডেঙ্গু রোগী চিকিৎসায় জেলা হাসপাতালে আলাদা ইউনিট খোলা হয়েছে। আক্রান্তদের ডেঙ্গু ইউনিটে বিশেষ পরিচর্যায় চিকিৎসা চলছে।
জেলা হাসপতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) খাইরুল কবির সুমন জানান, বর্তমানে ফ্লুইড ম্যানেজমেন্টের মাধ্যমে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে। স্থানীয়ভাবে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সামনে ঈদের সময় ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসা লোকজনের চাপ বাড়বে। তখন ডেঙ্গু পরিস্থিতি হয়তো কিছুটা জটিল হতে পারে।