Print Date & Time : 28 July 2025 Monday 4:33 pm

২৪ ঘণ্টায় দেখা হয়েছে পাঁচ লাখের বেশি বার

শোবিজ ডেস্ক: দর্শক-শ্রোতাদের মনোযোগ কেড়েছে সিয়াম আহমেদের অভিষেক সিনেমা ‘পোড়ামন ২’-এর প্রথম গান। ‘নাম্বার ওয়ান হিরো’ শিরোনামের গানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত নায়ক সালমান শাহকে।
গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত গানটি ২৪ ঘণ্টায় দেখা হয়েছে পাঁচ লাখের বেশি বার। কথা-সুর-গায়কী পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর নায়ক সিয়াম সম্পর্কে বেশিরভাগ মন্তব্যই ইতিবাচক।
‘আরে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন গুরু যেন তোমার মতো চলি। গুরু তোমার মুখের হাসি, এ প্রাণে বাজায় বাঁশি, সবার মনে তুমি যে বিরাজ কর। তুমি ছাড়া সবাই জিরো, তুমি নাম্বার ওয়ান হিরো।’ গানটিতে এভাবে উঠে এসেছে সালমান বন্দনা।
‘নাম্বার ওয়ান হিরো’র কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। নিজের সুরে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। নৃত্য পরিচালনা করেছেন জয়েশ। দৃশ্যায়ন হয়েছে জানুয়ারিতে।
এতে নাচের পাশাপাশি সালমানের নানা আইকনিক লুকে ধরা পড়েন সিয়াম। তার সঙ্গে সামান্য সময়ের জন্য দেখা যায় সিনেমাটির নায়িকা পূজাকে।
‘পোড়ামন ২’ পরিচালনা করেছেন রায়হান রাফি। প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।
সিনেমাটি মুক্তি পাবে ঈদুল ফিতরে। ইতোমধ্যে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী প্রদর্শনী।