২৫ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন

 

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) আওতায় গত বছর ২৫ উপজেলা শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, যা অচিরেই উদ্বোধন করা হবে। খবর প্রেস বিজ্ঞপ্তি।

ঘরে ঘরে বিদ্যুৎ কর্মসূচির আওতায় ২০১৫ খ্রিস্টাব্দের ডিসেম্বর থেকে উপজেলাভিত্তিক শতভাগ এলাকা বিদ্যুতায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন। গত বছরের ডিসেম্বরে আরও ২৫ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে, যা অচিরেই উদ্বোধন করা হবে। শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা অর্জনে চলতি অর্থবছরে ১৪৬টি উপজেলা এবং আগামী অর্থবছরে ৩১৪টি উপজেলা বিদ্যুতায়ন করা হবে। ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ মোট ৪৬০টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এজন্য ৩১ হাজার ২৬ কোটি টাকার ১৪টি প্রকল্প চলমান রয়েছে এবং আরও সাতটি প্রকল্প বিবেচনাধীন রয়েছে। বর্তমানে এ প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা এক কোটি ৭৫ লাখ। আগামী জুনে আরও নতুন ২৫ লাখ পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হবে। এতে গ্রাহকসংখ্যা হবে দুই কোটি।

এছাড়া  ইজিবাইকের ব্যাটারি চার্জের জন্য বাপবিবো ইতোমধ্যে আটটি সোলার চার্জিং স্টেশন নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে চারটি সম্পন্ন হয়েছে। এছাড়া ৪০টি সোলার সেচ পাম্প স্থাপনের পাশাপাশি আরও দুই হাজার সোলার সেচ পাম্প স্থাপনে প্রকল্প গ্রহণ করা হয়েছে। বাপবিবো উদ্যোগে ২০১৬-১৭ অর্থবছরে ৪০ হাজার কিলোমিটার লাইন এবং ৮৪টি উপকেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।