নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সূচি চূড়ান্ত হয়েছে। ২৫ এপ্রিল চার দিনের সফরে পূর্ব এশিয়ার দেশটিতে যাচ্ছেন তিনি। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে এ সফরে দেশটির সম্রাটের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২০ সালের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ শুরু করলেও কভিড-১৯ মহামারির কারণে তা পিছিয়ে যায়। এরপর ২০২২ সালের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সম্ভাব্য সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের প্রস্তুতি নিচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তর।
গত ২৭ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য তারিখ হিসেবে ওই সময়ের কথা জানানো হয়েছিল। কিন্তু ঢাকায় জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকের সঙ্গে বৈঠকের পর ২৪ নভেম্বর সফরটি পেছানোর কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
গতকাল সেই সফরের সূচি চূড়ান্ত হওয়ার কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী হাসিনার সম্মানে নৈশভোজের আয়োজন করবেন প্রধানমন্ত্রী কিশিদা।
দ্বিপক্ষীয় বিভিন্ন বৈঠকের পাশাপাশি সফরে একটি বিনিয়োগ সম্মেলন এবং সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। কয়েকজন জাপানি নাগরিকের হাতে ‘মুক্তিযুদ্ধের বন্ধু সম্মাননা’ তুলে দেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও জাপান উভয় দেশের সরকার আশা করে, এ সফর দুদেশের বন্ধুত্বের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
এটি হবে জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষষ্ঠ সফর। এর আগে ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে বন্ধুপ্রতিম দেশটিতে গিয়েছেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে গতকাল দুপুরে দুদেশের মধ্যে পঞ্চম বাংলাদেশ-জাপান সরকারি-বেসরকারি যৌথ অর্থনৈতিক সংলাপ হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পালাক্রম অনুযায়ী এবারের অর্থনৈতিক সংলাপের আয়োজক দেশ জাপান, কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় অনলাইন প্লাটফর্মে এ যৌথ অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়। মূলত ২০১৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্তের সূচনা হয়। যার ধারাবাহিকতায় দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ-জাপান সরকারি-বেসরকারি যৌথ অর্থনৈতিক সংলাপ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ঢাকা প্রান্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ অর্থনৈতিক সংলাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। অপরদিকে জাপান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ভাইস-মিনিস্টার হিরাই হিরোহিদে।