Print Date & Time : 11 September 2025 Thursday 1:36 am

২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

নিজস্ব প্রতিবেদন: করোনার প্রভাব মোকাবিলায় ২৫ কোটি ডলার বা প্রায় দুই হাজার ১২৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে সংস্থাটির সঙ্গে সরকারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর  এডিমন গিন্টিং। ‘স্ট্রেংদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রামÑসাব প্রোগ্রাম-২’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে।

ইআরডি থেকে জানানো হয়েছে, সহজ শর্তের এ ঋণটি  করোনার প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেননা কভিড-১৯ মাহামারির প্রেক্ষাপটে অর্থবিভাগ এ কর্মসূচিটি তৈরি করেছে। এটি বাস্তবায়ন করছে মন্ত্রিপরিষদ বিভাগসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ। পুরো কর্মসূচিটি বাস্তবায়নে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি। এর মধ্যে সাব প্রোগ্রাম-১ বাস্তবায়নে ২৫ কোটি ডলার দিয়েছে।