২৯ ব্রিটিশ সাংবাদিক নিষিদ্ধ রাশিয়ায়

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেন যুদ্ধ নিয়ে একপেশে সংবাদ উপস্থাপন ও মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কারণে ব্রিটেনের বিশিষ্ট ২৯ সাংবাদিককে নিষিদ্ধ করেছে রাশিয়া। এ তালিকায় রয়েছেন বিবিসি, দ্য গার্ডিয়ান, দ্য ফিন্যান্সিয়াল টাইমস ও স্কাই নিউজের সাংবাদিকরা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, ২৯ সাংবাদিকসহ ৪৯ নাগরিককে কালো তালিকাভুক্ত করা হয়েছে। নতুন করে কালো তালিকাভুক্তদের মধ্যে প্রতিরক্ষা কর্মকর্তাও রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তালিকায় থাকা ব্রিটিশ সাংবাদিকরা রাশিয়া, ইউক্রেন ও ডনবাসের ঘটনা নিয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও একতরফা তথ্য প্রচারের সঙ্গে জড়িত। এই পক্ষপাতদুষ্ট মূল্যায়ন দিয়ে তারা ব্রিটিশ সমাজে রাশিয়াবিদ্বেষও বাড়াচ্ছে।

কালো তালিকাভুক্ত সাংবাদিকদের মধ্যে রয়েছেন দ্য গার্ডিয়ানের শন ওয়াকার, দ্য ফিন্যান্সিয়াল টাইমসের গিডিয়ন রাচম্যান ও রাজনৈতিক বিশ্লেষক মার্ক গ্যালিওটি। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ইউক্রেন থেকে খবর পাঠানো বিবিসির সাংবাদিক ক্লিভ মাইরি, ওরলা গুয়েরিন ও নিক রবিনসন। রয়েছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি। রাশিয়া এরই মধ্যে কয়েকশ ব্রিটিশ সংসদ সদস্যকে নিষিদ্ধ করেছে। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, এই তালিকা আরও সম্প্রসারণ করা হবে।

কালো তালিকায় থাকা শীর্ষ সাংবাদিকদের মধ্যে আছেনÑদ্য টাইমসের সম্পাদক জন উইদারো, দ্য টেলিগ্রাফের সম্পাদক ক্রিস ইভান্স, দ্য গার্ডিয়ানের প্রধান সম্পাদক ক্যাথরিন ভিনার ও ডেইলি মেইলের সম্পাদক টেড ভেরাইটি। অন্যদের মধ্যে রয়েছেন স্কাই নিউজের সংবাদদাতা স্টুয়ার্ট রামসে। এছাড়া রয়েছেন কয়েকজন টিভি উপস্থাপক ও কলামিস্ট।

রাশিয়ায় প্রবেশে এই নিষিদ্ধ করা প্রসঙ্গে বিবিসির এক মুখপাত্র জানান, ‘বিবিসি স্বাধীন ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখবে।’

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের জেরে প্রেসিডেন্ট পুতিনসহ রাশিয়ার ক্ষমতাধর ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোও একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। এতে দেশটির অর্থনৈতিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে।

এসব নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে নিজেদের পদক্ষেপ ঘোষণা করে মস্কো।

এর আগে মস্কো গত মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ করা ৯৬৩ ব্যক্তির নামের তালিকা প্রকাশ করে। এই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও অভিনেতা মর্গান ফ্রিম্যানের নাম রয়েছে।