Print Date & Time : 13 September 2025 Saturday 12:21 pm

২ হাজারের বেশি কারাবন্দিকে মুক্তি দিল মিয়ানমার জান্তা

শেয়ার বিজ ডেস্ক : মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করার ‘অপরাধে’ কারাবন্দি ২ হাজার ১৫৩জন বন্দিকে মুক্তি দিয়েছে জান্তা সরকার। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাসোনে ‘পূর্ণিমা দিবস’ উপলক্ষে বুধবার এসব কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় বলে জানায় আল জাজিরা।

মিলিটারি কাউন্সিলের সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল অং লিন ডিউ স্বাক্ষরিত একটি বিবৃতি উদ্ধৃত করে বুধবার এ মিয়ানমার নাউ এক প্রতিবেদনে জানায়, মানবিক ভিত্তিতে তাদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সামরিক বাহিনী।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে শক্তহাতে ভিন্নমত দমন করছে জান্তাবাহিনী। এ পর্যন্ত সব মিলিয়ে ২১ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে তারা। উসকানি দেওয়ার অভিযোগে জান্তাবাহিনী যে আইন ব্যবহার করেছে তাতে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

এদিকে বন্দীদের মুক্তি দেয়ার সময় স্বজনরা ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে জড়ো হয়েছিল। এ কারাগারে অনেক রাজনৈতিক বন্দীও রাখা হয়েছে। তাদের স্বজনরাও মুক্তির আশায় ভীর করেন।

মিয়ানমারে সাধারণত জাতীয় ছুটির দিন এবং বৌদ্ধ উৎসব উপলক্ষে হাজার হাজার বন্দিকে সাধারণ ক্ষমা করা হয়ে থাকে।