৩০০ কোটি রিয়াল সহায়তার ঘোষণা সৌদি বাদশার

শেয়ার বিজ ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীদের তিনশ কোটি সৌদি রিয়াল (৩ বিলিয়ন) সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এর আওতায় প্রত্যেক পরিবারের প্রধানকে এক হাজার রিয়াল এবং সদস্যদের ৫০০ রিয়াল দেয়া হবে। খবর: সৌদি গেজেট।

তিনশ কোটি সৌদি রিয়ালের এ সহায়তা সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেয়া হবে। দুই এক দিনের মধ্যে এ সহায়তা তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে।

দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নমন্ত্রী আহমদ বিন সুলাইমান আল-রাজি এ উদার উদ্যোগের জন্য বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুধু দেশে নয়, এর আগে রমজান উপলক্ষে ৭টি দেশে প্রায় ৫০ টন খাদ্য সহায়তা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। বাইরের বিভিন্ন দেশে খাদ্য ও জরুরি সহায়তার জন্য দ্য কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) নামের একটি দপ্তর রয়েছে বাদশাহর। কেএসরিলিফ থেকে এ সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন দপ্তরটির কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, পশ্চিম আফ্রিকার দেশ বেনিন, শাদ, সুদান, ঘানা, ইউরোপের উত্তর মেসিডোনিয়া, কসোভো এবং এশিয়ার পাকিস্তানে পাঠানো হয়েছে এ সহায়তা।

সবচেয়ে বেশি ১৯ টন খাদ্য সহায়তা দেয়া হয়েছে উত্তর মেসিডোনিয়াকে। এছাড়া বেনিনকে ১২ টন, ইন্দোনেশিয়াকে ৭ দশমিক ৮ টন এবং কসোভোকে ৬ দশমিক ৩ টন খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

এর বাইরে সুদান, শাদ ও ঘানাকে ১ হাজার ৯০০টি করে ফুড প্যাকেজ ব্যাগ দেয়া হয়েছে। পাকিস্তানের বন্যাপীড়িত সিন্ধু প্রদেশে ১ হাজার ৪৫০টি ফুড প্যাকেজ ব্যাগ দেয়া হয়েছে।

৮৬ বছর বয়সী বাদশাহ সালমান ২০১৫ সাল থেকে সৌদি আরবের শাসনকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রমজান উপলক্ষে ১০ লাখ কপি কোরআন বিতরণ করার নির্দেশ দেন গত মাসে। বিশ্বের ২২টি দেশে পাঠানো হবে এসব কোরআন। তার নির্দেশে বিভিন্ন আকারের কোরআন বিতরণ করা হবে। বিতরণ করা হবে কোরআনের অনুবাদ কপিও। সেই তালিকায় ৭৬টির বেশি ভাষায় কোরআনের অনুবাদ করা কপিও থাকছে।