৩০৯ কোম্পানির দরপতন, কমেছে লেনদেনও

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের রক্তক্ষরণ যেন থামছেই না। আজ মঙ্গলবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের তীব্র পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৯ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৩৪৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২০ কোটি ১৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৬৪ কোটি ৯ লাখ টাকার।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট কমে ৪ হাজার ৮৭৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৬৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ ১৬ পয়েন্ট কমেছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে টির, দর কমেছে টির এবং দর অপরিবর্তীত রয়েছে টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।