Print Date & Time : 6 July 2025 Sunday 12:37 am

৩০ কোটিতে সালমান

শোবিজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। দীর্ঘ সময় ধরে তিনি বলিউডে রাজত্ব করছেন। তার জনপ্রিয়তা বলিউডের যে কোনো অভিনেতার তুলনায় কম নয়। তারই প্রমাণ মিলল আবারও। তার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা এখন ৩০ কোটি। নিজের এ অর্জনে ভক্তদের ধন্যবাদ জানাতে ভুলে যাননি তিনি। ভক্তদের ধন্যবাদ জানাতে একটি

বুমেরাং ভিডিও তৈরি করেছেন ভিডিওটির ক্যাপশন সালমান লিখেছেন, উই মা!!! ৩০ কোটি!!! সবাইকে অনেক ধন্যবাদ। তার সেই পোস্টে তার ভোক্তরা বিভিন্ন কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘ভালোবাসি তোমাকে সালমান’। আরেকজন লিখেছেন, ‘ওহ হো সোয়াগ’। আরও একজন লিখেছেন, ‘আমি আপনার সবচেয়ে বড় ভক্ত সালমান’। বর্তমানে সালমান ব্যস্ত তার সিনেমা রাঁধে ও কাভি ঈদ কাভি দিওয়ালী শুটিং নিয়ে।