শেয়ার বিজ প্রতিনিধি, জাবি: ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে গতকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করেন আল বেরুনী হলের শিক্ষার্থীরা। ফলে চলমান ভর্তি পরীক্ষার চতুর্থ দিনের পরীক্ষা নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর শুরু হয়।
গত মঙ্গলবার রাতে এক ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন মীর মশাররফ হোসেন হল ও আল বেরুনী হলের ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় আল বেরুনী হলের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার জেরে গতকাল বুধবার জীববিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করেন আল বেরুনী হলের শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকাল ৯টা থেকে ‘ডি’ ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ৩০ মিনিট পর সাড়ে ৯টায় শুরু হয় পরীক্ষা। ফলে দিনের পাঁচটি শিফটের পরীক্ষাই নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর শুরু করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ৮টায় চার দফা দাবিতে জীববিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ের অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আল বেরুনী হলের আবাসিক শিক্ষার্থীরা। এ সময় জীববিজ্ঞান অনুষদের গেটে তালা ঝুলিয়ে দেন তারা। তাদের দাবিগুলো হলোÑছাত্রী উত্ত্যক্তকারীদের শাস্তি প্রদান, আল বেরুনী হলে হামলাকারীদের যথাযথ শাস্তি ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা, হলের সীমানা প্রাচীর নির্মাণ এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নূরুল আলমসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে যান। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যথাযথ বিচারের আশ্বাস দেন। আশ্বাস পেয়ে গেটের তালা খুুলে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এ সময় তিনি শিক্ষার্থীদের কাছ থেকে তাদের অভিযোগ শোনেন। পরে বিকেল ৫টায় উপাচার্যের কার্যালয়ে বিস্তারিত আলোচনার জন্য শিক্ষার্থীদের ডাকেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুপারিশের ভিত্তিতে ভর্তি পরিচালনা কমিটি ৩০ মিনিট পর পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত শুধু বুধবারের জন্য প্রযোজ্য।
