ক্রীড়া প্রতিবেদক: কয়েকদিনের ব্যবধানে জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়ে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিল। ওই সময়ে আবার অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল সাফে পাকদের ১৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল। সে রেশ থাকতে থাকতেই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলও চেয়েছিল প্রতিপক্ষের বিপক্ষে বড় জয় পেতে। কিন্তু গতকাল হয়েছে তার উল্টোটা। বিষ্টিবিঘিœত টি-টোয়েন্টিতে কক্সবাজারে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। ৮৮ রানের জবাব দিতে মাত্র ৩০ রানে গুটিয়ে যায় সালমা-রুমানাদের ইনিংস।
১৪ ওভারে নেমে আসা ম্যাচে গতকাল বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তাতে পাকিস্তানের মেয়েরা ৫ উইকেটে করেছিল ৮৮ রান। সে সময় জয়টা সহজই হয়তো মনে হয়েছিল টাইগ্রেসদের। কিন্তু হয়েছে ঠিক তার উল্টোটা। মানে পাকিস্তানি বোলারদের সামনে কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। ১২.৫ ওভারে তাই মাত্র ৩০ রানে গুটিয়ে যেতে হয়েছে স্বাগতিকদের। শুধু তাই নয় চার ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ৫৮ রানের পরাজয় মেনে নিয়েছে। এর আগের ম্যাচটি অবশ্য পরিত্যক্ত হয়েছিল।
গতকাল কক্সবাজারে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই হারাতে থাকে উইকেট, কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। যা টাইগ্রেসদের (২, ১, ২, ৬, ২, ০, ৯*, ৩, ০, ০, ২) স্কোর বোর্ডের দিতে তাকালেই স্পষ্ট। ফল হিসেবে মাত্র ৩০ রানে গুটিয়ে যেতে হয়েছে স্বাগতিকদের।
সিরিজের শেষ দুই ম্যাচ মাঠে গড়াবে ৫ ও ৬ অক্টোবর। ৮ অক্টোবর একমাত্র ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এ সিরিজ।
