Print Date & Time : 4 July 2025 Friday 6:25 pm

৩০ রানে পিছিয়ে থেকে লাঞ্চ বিরতিতে শ্রীলঙ্কা

শেয়ার বিজ ডেস্ক : চতুর্থ দিনের শুরুতে কিছুটা বিপদে পড়লেও কামিন্দু মেন্ডিস ও মিলান রথনায়েকের ব্যাটে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস শতরানের দিকে এগোচ্ছেন। অপরদিকে তাকে সঙ্গ দিচ্ছেন রথনায়েক।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৪৬৫ রান। বাংলাদেশের করা প্রথম ইনিংস থেকে এখনও ৩০ রানে পিছিয়ে স্বাগতিকরা।

চতুর্থ দিনের শুরুতে মাত্র ১৮ রানের মাথায় ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। তখন মনে হচ্ছিল, লিড পাবে বাংলাদেশ। দিনের শুরুতে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকে ফেরান নাঈম হাসান। বাজে এক শট খেলে ১৯ রানে বিদায় নেন লঙ্কান অধিনায়ক।

এর কিছুক্ষণ পরই আরেকটি বাজে শট খেলে বিদায় নেন কুশল মেন্ডিসও। হাসান মাহমুদের লেগ সাইডের বল ছোঁয়া লাগিয়ে লিটনের ক্যাচবন্ধি হন তিনি। ১৭ বলে ৫ রান করে ফেরেন তিনি। এরপর অবশ্য মিলান রথনায়েককে নিয়ে অর্ধশতকের জুটিও গড়ে ফেলেছেন কামিন্দু। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে এই দুইজনের জুটি ৭৯ রানের। যেখানে কামিন্দু ৭৬ এবং রথনায়েক ৩১ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন নাঈম হাসান ও হাসান মাহমুদ। একটি করে উইকেট স্বীকার করেছেন মুমিনুল ও তাইজুল।